অনলাইন ডেস্ক
করোনায় চিকিৎসাধীন গৃহবধূকে (২৫) যৌন হয়রানীর অভিযোগে খুলনা ডেডিকেটেড হাসপাতালের ওয়ার্ডবয় নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর হাফিজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউট সোর্সিং কর্মচারি হিসেবে কর্মরত ছিল। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষনিক বরখাস্ত করে।
জানা যায়, গত ৬ জুন করোনায় আক্রান্ত হয়ে ওই গৃহবধূ করোনা হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই নজরুল ইসলাম তাকে নানাভাবে উত্যক্ত করতে থাকে।
রাতের বেলায় নানা অজুহাতে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার চেষ্টা করে। ১৫ জুন ওই রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে বিষয়টি জানালে তার স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে মৌখিক অভিযোগ দেয়।
এদিকে মহিলা ওয়ার্ডে একজন পুরুষকে দায়িত্ব দিয়ে কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মহিলা ওয়ার্ডে পুরুষরা কেনো দায়িত্বে ছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, ওই ওয়ার্ডবয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।