ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে বগুড়াগামী নওগাঁ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ঢাকাগামী কালিয়াকৈর পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মো. সিদ্দিকুর রহমান জানান, এ সময় এই দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত ৭ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেছেন, ‘দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ’