ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)। তার বাড়ি উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নিচিন্তাপুর এলাকায়। শনিবার ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ওমানের সুইক এলাকায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওমান প্রবাসী এমরান হোসেন বলেন, ওমানের কাবুরা সানাইয়া এলাকায় দোকান করতেন ইসমাইল। ঘটনার দিন খাবার নিয়ে আসার সময় হঠাৎ দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি মারা যান।