২০ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকাসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
গ্রেপ্তার চারজন হলেন- সোহেল আহমেদ পল্লব, পলাশ শেখ, মাসুদ রানা ও রবিন হালদার পরেশ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা এলাকায় স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার ঢাকার সদরঘাট ও মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে পাঁচ লাখ টাকা ও আনুমানিক ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।