মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশের প্রথম ব্যাচের কর্মীরা। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে তাদের বহনকারী এয়ারএশিয়ার ফ্লাইট মালয়েশিয়ায় অবতরণ করে। কুয়ালালামপুর বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে বিএমইটির ছাড়পত্র নিয়ে ৫৩ কর্মীর প্রথম দল একে-৭০ ফ্লাইটে সোমবার রাত ১১টা ৪০-এ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।
কর্মীদের বিদায় জানান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মহাপরিচালক মো. শহিদুল আলম।