জামিনে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে থাকা প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় দলীয় পদ না থাকলেও শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যাওয়ার কথা জানান তিনি। যুবলীগের পদ নেই এ বিষয়টি তিনি এখনো জানেন না বলে দাবী করেন তিনি।
সম্রাটের আসার খবর পেয়ে দুপুর থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হতে থাকেন ভক্ত-সমর্থকরা। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ডাক দিয়েছেন সম্রাট ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘যুবলীগ আসছে, রাজপথ কাঁপছে’ বলে স্লোগান দেন।
গত ২২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত। অসুস্থ্য বিবেচনায় আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।