নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আসরের সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার পান বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। আসরে সেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা।
সংবাদ সম্মেলনে নারী সাফ চ্যাম্পিয়নশিপে দলের হয়ে শিরোপা জয়ের অনুভূতি কী—এমন প্রশ্নের জবাবে দেশের হয়ে ৩২ গোল করা সাবিনা খাতুন বলেন, চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।
নিজের চেষ্টা ও পরিশ্রম মাঠে দিয়ে গেছি। সেটার ফল ফাইনালে পেলাম।
দুটি হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে মোট ৮ গোল করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে বাংলাদেশে মেয়েদের ফুটবল যে এগিয়েছে, তা প্রমাণ করার একটা সংকল্প ছিল দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে এমনটাই জানালেন সাবিনা খাতুন।
২০১৬ সাল থেকে ৫টি বয়সভিত্তিক টুর্নামেন্ট জেতা সাবিনা জানান, আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের মেয়েরা যে ফুটবলে উন্নতি করেছে, সেটা এই টুর্নামেন্টে প্রমাণ করব। স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টটি নিজেদের ঘরে তুলব। সেটা ২০২২ সালে এসে করতে পেরেছি।
গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে নারী ফুটবল দল। কিন্তু দেখা মিলছিল না শিরোপার। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে সেই শিরোপা জিতল বাংলাদেশ। তবে তাদের অপেক্ষা দেশে ফিরে শিরোপা জয় উদযাপন করা।
এ বিষয়ে অধিনায়ক সাবিনা বলেন, মাঠে কেমন উৎসব হয়েছে, তা সবাই দেখেছেন। তবে এখান থেকে দেশে যাওয়ার পরই উল্লাসটা আরও বোঝা যাবে। আমরা সে জন্যই অপেক্ষা করছি।