অনলাইন ডেস্ক
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়ার ২৮ দিন পর কারামুক্ত হলেন দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত।
বৃহস্পতিবার দুপুরে তিনি হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। গত ১৪ জুন সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আশরাফুল কামাল তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বেলা দুটার দিকে তিনি কারাগার থেকে বের হলে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
এর আগে গত ২১ মে ভোরে হবিগঞ্জ শহরে চিড়াকান্দি এলাকায় দৈনিক আমার হবিগঞ্জ অফিস থেকে গ্রেপ্তার হন সুশান্ত।