অনলাইন ডেস্ক
মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা একজন এবং করোনা উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
এরা হচ্ছেন মাদারীপুরের জজকোর্ট এলাকার কাওসার, থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী, দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান এবং কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা কাওসার (৩৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি শহরের জজকোর্ট এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের থানতলী এলাকার আজাদ খান সকালে করোনা উপসর্গ মৃত্যুবরণ করেছেন। রাস্তি এলাকার আলমগীর বেপারী গত রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান গত রাতে এবং কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। কিন্তু অন্য চারজনের বিষয়ে আমাদের কাছে এখনও কোন তথ্য আসেনি।