মালয়েশিয়ায় বহুতল ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ে নির্মাণাধীন অক্সলে টাওয়ারের ৫১ তলা ভবন ধসে পড়ে।
এসময় ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক শ্রমিক। আজ মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে মৃত ওই বাংলাদেশি শ্রমিকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টারের সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ জানান, স্থানীয় সময় রাত ১২টা ২৩ মিনিটের দিকে ৫১ তলার একটি ভবন ধসে পড়ার খবর পাই। সেই ধসে পড়া ভবনের নিচে এক নির্মাণ শ্রমিক চাপা পাওয়ার বিষয়টি জানতে পারি। পরে সেই মরদেহ উদ্ধারে কার্যক্রম শুরু হয়। কংক্রিট কেটে সকাল সাড়ে ৭টার দিকে ওই শ্রমিকের মরদেহ বের করা হয়।
উদ্ধারের পর ৩৫ বছর বয়সী ওই শ্রমিককে মেডিকেল টিম মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।