চ্যাম্পিয়ন্স লিগের সি গ্রুপে প্রথম ৪ ম্যাচে কেবল এক জয়ের দেখা পেয়েছিল বার্সেলোনা। শেষ ১৬-তে পৌঁছাতে তাকিয়ে ছিলেন অন্যের উপর। তবে অন্যের দিকে তাকিয়ে থেকেও লাভহয়নি। উল্টো গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কাতালান জায়ান্টদের।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যাম্প ন্যুতে বার্সা সমর্থকদের আরো একবার হতাশ করল জাভির শিষ্যরা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে এদিন তার দল হেরেছে ৩-০ গোলে। তার আগেই অবশ্য বাদ পড়তে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রেস থেকে।
প্লাজেনের বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়ায় ইন্টার মিলান পৌঁছে যায় শেষ ১৬-তে। তাই বায়ার্নের বিপক্ষে নতুন করে কিছু হারানোর ছিল না বার্সার। বরং শেষ ম্যাচে জয় তুলে সান্ত্বনা পেতে পারতেন জাভি। তাও হল ন। হার দেখতে হয়েছে জাভিকে। হতাশ হতে হয়েছে ন্যু ক্যাম্পে খেলা দেখতে আসা হাজারো বার্সা সমর্থককে।
এদিন ম্যাচের ১০মিনিটের মাথায় বায়ার্নকে এগিয়ে নেন সাদিও মানে। বল বাড়িয়ে দিয়ে মানের কাজটা সহজ করে দিয়েছিলেন সার্জিও গ্যানেব্রি। ৩১ মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এরিক ম্যাক্সিম চৌপো-মোটিং। এবারও গোল করায় সহায়তা করেছেন গ্যানেব্রি।
দ্বিতীয়ার্ধে গোল পেতে পারতেন গ্যানেব্রিও। তবে ভিডিও রেফারি বাতিল করে দেয় তার গোলটি। তবে নিজে না পারলেও গোল করায় সহায়তা করেছেন। অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে ব্যবধান ৩-০ করে জয়সূচক গোল করেন পাভার্ড। এবারও সহায়তায় ছিলেন গ্যানেব্রি।
দারুণ জয়ে শেষ ১৬-তে বায়ার্ন। অন্যদিকে পরের মৌসুমের অপেক্ষায় জাভির দল।