ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। বরবটি, বেগুন, লাউসহ প্রায় সব সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। চড়া মাছের বাজারও। ২০ থেকে ৫০ টাকা বেড়েছে কেজিপ্রতি মাছের দাম।
অন্যদিকে বাজারে এখনও আসেনি চিনি। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। দাম বেড়েছে আটা এবং আদার। মুরগি এবং ডিম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই
শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে পেঁপের কেজি ৪০ টাকা। এর কমে বা এই দামেও অন্য কোনো সবজি মিলছে না। এক কেজি করল্লা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। আবার ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে এক কেজি শিমের জন্য।
ঢেঁড়সের কেজি ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, দুন্দলও বিক্রি হচ্ছে ৭০ টাকায়। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। পটলও বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
আকারভেদে চাল কুমড়া বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, লাউ ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়ার ফালি ৩০ থেকে ৪০ টাকা, কচুর মুখি ৬০ টাকা।
এছাড়া কাঁচামরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা কলার হালি ৪০ থেকে ৫০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা। বাঁধাকপি ৫০ টাকা পিস, শসার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।