December 26, 2024, 3:33 am

বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ ব্রাজিল শিবিরে।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, November 7, 2022,
  • 61 Time View

২০১৮ বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম পারফর্মার ছিলেন তিনি। গ্রুপপর্বে ২ গোলের পাশাপাশি কোয়ার্টার ফাইনালেও গোল পেতে সহায়তা করেছেন। আসন্ন বিশ্বকাপেও ব্রাজিল দলের মধ্যমাঠ সামলানোর কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত হয়ে উঠছে না তা।

বলছি আক্রমণাত্মক মিডফিল্ডার ফিলিপ্পে কৌতিনহোর কথা। চোটে পড়েছেন তিনি।

 

গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তার দল অ্যাস্টন ভিলা। তবে উনাই এমিরির দলে সুযোগ হয়নি তার। স্বাভাবিক ভাবেই ম্যাচ শেষে জানতে চাওয়া হয় কৌতিনহোর কথা। সেখানেই জানা যায় কৌতিনহোর চোটে পড়ার বিষয়টি। ম্যাচের আগে অনুশীলনে উরুর পেশিতে চোট পেয়েছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। যা সারতে সময় লাগবে অন্তত ৯ থেকে ১০ সপ্তাহ। আর ততদিনে বিশ্বকাপ শেষ। ফলে খেলা হচ্ছে না কাতার বিশ্বকাপে।

তবে খুব যে ভালো সময় পার করছিলেন কৌতিনহো তা বলা যাচ্ছে না। বার্সেলোনা থেকে এ মৌসুমে স্থায়ীভাবে অ্যাস্টন ভিলায় এসে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন তিনি। চলতি মৌসুমে ১৩টি ম্যাচ খেলে ফেললেও গোল কিংবা অ্যাসিস্ট কোনটিই করতে পারেননি তিনি।

সে কারণেই তাকে নিয়ে প্রশ্ন ছিল তিতের দলে জায়গা পাওয়া নিয়ে। তবে দল ঘোষণার আগেই তিতের কাজ সহজ করে দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে কোচ এমিরি কৌতিনহোর চোটের বিষয়ে জানান, ‘ও চোটে আক্রান্ত। আমি জানি না, কত দিন মাঠের বাইরে থাকতে হবে। তবে বিশ্বকাপ বিরতির পর খেলা শুরুর আগপর্যন্ত খেলতে পারবেন না। চোটটা পেশির। দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে। ’

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। ‘জি’ গ্রুপে ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুন (২ ডিসেম্বর)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71