দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। যাকে গিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ফুটবল প্রেমীদের মধ্যে। প্রিয় দলকে সমর্থন যোগাতে কাতারে ভিড় জমাতে শুরু করেছেন বিশ্বের লাখো ফুটবল প্রেমী। যেখানে আর্জেন্টাইন সমর্থকদের চাওয়া ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিশ্বকাপের শিরোপা আক্ষেপ ঘোচাক লিওনেল মেসি।
দীর্ঘ শিরোপা খরা কাটুক আর্জেন্টিনার।
আজন্ম আক্ষেপ ঘোচাতে এরইমধ্যে ৩১ সদস্যের দল ঘোষণা করেছে মেসির আর্জেন্টিনা। সেই দলকে শান দিতে ব্যস্ত সময় পার করছেন কোচ লিওনেল স্কালোনি। সে কারণেই কিনা প্রাথমিক দলে রাখা হয়েছে ৩১ সদস্যকে। তবে আগামী ১৪ নভেম্বর ৫ জন কমিয়ে দল নামিয়ে আনা হবে ২৬ জনে। সেই দল নিয়েই মাঠে নামবে মেসিরা।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর। যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব। এরপর গ্রুপ সি এর অপর দুই দল মেক্সিকোর বিপক্ষে ২৬ নভেম্বর ও শেষ ম্যাচ ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা।
যারা আছেন স্কালোনির ৩১ জনের দলে:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।