সমগ্র বিশ্বকে এক সুতোয় গাঁথা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১২ দিন বাকি। সকল প্রস্তুতি শেষ। এখন অপেক্ষা কেবল বল মাঠে গড়ানোর। এরইমধ্যে কাতারে আসতে শুরু করেছে বিশ্বকাপের ৩২ দল।
পিছিয়ে নেই সমর্থকরাও। প্রিয় দলকে সমর্থন দিতে আগ্রহের কমতি নেই ফুটবল অনুরাগীদের মধ্যে। যে কোনো মূলে দলকে সমর্থন দিয়ে বিশ্বকাপ শিরোপা জিতাতে কাতার আসছেন তারা।
সে কারণেই সকল প্রতিকূলতা উপেক্ষা করে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ১০ হাজার ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে প্রিয় দলকে সমর্থন দিতে এসেছেন ৪ ভক্ত। সোমবার দোহা পৌঁছেছেন তারা। মূলত তারা এসেছেন আর্জেন্টিনাকে সমর্থন দিতে। সাইকেল চালিয়ে কাতারে আসা চার জন একে অন্যের বন্ধু। সকলেই আর্জেন্টিনার নাগরিক।
৪ আর্জেন্টাইন সমর্থক কর্নিশে মাতিয়াস ভিলারোয়েল, সিলভিও গাট্টি, লিয়েন্দ্রো ব্লাঙ্কো এবং লুকাস লেদেজমাকে কাতারে স্বাগত জানিয়েছে সেখানকার আর্জেন্টাইন সমর্থকরা।
সোমবার সন্ধ্যায় দোহার সমুদ্রতীরে বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়িতে আর্জেন্টিনার পতাকা উত্তোলনের সময় ‘ভ্যামোস ভ্যামোস আর্জেন্টিনা’ ধ্বনি শোনা যায়। কাতার পৌঁছে প্রিয় দলকে সমর্থন দিতে মুখিয়ে রয়েছেন তারা। সাইক্লিস্ট লিয়েন্দ্রো ব্ল্যাঙ্কো কাতারে পৌঁছানোর অনুভূতি সম্পর্কে জানিয়েছেন দোহা নিউজকে।
তিনি বলেন, ‘আশ্চর্যজনক, কারণ কেপ টাউন দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি আমরা। আফ্রিকা অতিক্রম করে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘ ভ্রমণ ছিল আমাদের। এটি আর্জেন্টিনা এবং বাকি বিশ্বের জনগণের জন্য একটি বিবৃতি। এটি আশ্চর্যজনক, আমরা এক মাসের মধ্যে কাপ জিততে মেসির দিকে তাকিয়ে রয়েছি। ’
চার সাইকেল চালক লা আলবিসেলেস্তে স্কোয়াডকে সমর্থন দিতে গত ছয় মাসে দুটি মহাদেশের মোট ১৫টি দেশ ভ্রমণ করেছেন। এখন মাঠের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন তারা। তাদের চাওয়া ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মেসির হাতে উঠুক বিশ্বকাপ শিরোপা।