তারুণ্যে বিশ্বাস রেখেই কাতার বিশ্বকাপ খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের জন্য দলটি গতকাল ২৬ সদস্যর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। যেই দলে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে কেবল একজনের।
দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টয়ান পুলিসিক অবধারিতভাবে রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
ঊরুর চোট নিয়ে সংশয় থাকলেও দলে রাখা হয়েছে জুভেন্টাস মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনিকে। ডাক পেয়েছেন এসি মিলান ডিফেন্ডার সের্জিনো দেস্ত, আর্সেনাল গোলরক্ষক ম্যাট টার্নার ও লিল ফরোয়ার্ড টিম ওয়েহ।
নিজেদের ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ দল নিয়ে কাতার মাতাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজকরা। এবারের আসরে দলটির খেলোয়াড়দের গড় বয়স ২৫ বছর ১৭৫ দিন। বিশ্ব সেরার মঞ্চে তাদের এর চেয়ে কম বয়সী দল ছিল কেবল একটি।
‘বি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ আগামী ২১ নভেম্বর, ওয়েলসের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড ও ইরান।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ইথান হরবাথ, শন জনসন, ম্যাট টার্নার (আর্সেনাল)
ডিফেন্ডার: ক্যামেরন কার্টার-ভিকার্স, সের্জিনো দেস্ত, অ্যারন লং, শ্যাক মুর, টিম রিম, অ্যান্টনি রবিনসন, জো স্ক্যালি, ডিয়ান্ড্রে ইয়াডলিন, ওয়াকার জিমারম্যান।
মিডফিল্ডার: ব্রেন্ডন অ্যারনসন, কেলিন আকোস্টা, টেইলর অ্যাডামস, লুবা ডে লা টোরে, ওয়েস্টন ম্যাককেনি, ইউনুস মুসাহ, ক্রিস্টিয়ান রোলড্যান।
ফরোয়ার্ড: জেসাস ফেরেইরা, জর্ডান মরিস, ক্রিস্টিয়ান পুলিসিক, জিও রেইনা, জশ সার্জেন্ট, টিম ওয়েহ, হাজি রাইট।