ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ শিরোপা), নাকি লিওনেল মেসির প্রথম অথবা শিরোপা ধরে রাখতে পারবে ফ্রান্স, নাকি শিরোপা পুনরুদ্ধার করবে জার্মানি-ফুটবল বিশ্বে এখন উড়ে বেড়াচ্ছে এমন সব প্রশ্ন। কোন দল এগিয়ে আর কোন দলই’বা শক্তির বিচারে পিছিয়ে-এসব নিয়ে আলোচনা চলছে ধুমছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। এসব আলোচনার মধ্যে বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের দোহায় পৌঁছেছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি।
বার্সেলোনার প্রাক্তন এই ফরোয়ার্ড কাতারের দলীয় হোটেলে রিপোর্ট করেছেন।
দ্য প্যানিনসোলা কাতার একটি ভিডিও টুইট করেছে। সেখানে দেখা গেছে, দলের সতীর্থ ও অফিসিয়ালরা তাকে স্বাগত জানিয়েছেন। এসময় মেসির সঙ্গে তার ক্লাব সতীর্থ আরেক আর্জেন্টাইন লিয়েন্দ্রো পেরেদেসেরকেও দেখা গেছে। যিনি এই মৌসুমে পিএসজি থেকে ধারে খেলতে গেছেন জুভেন্টাসে।
আরও পড়ুন : ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা, গোল্ডেন বুট মেসির
আগামী সপ্তাহে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ সি-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি হিসেবে মেসিরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন বলে জানা গেছে।
আরও পড়ুন : বিশ্বকাপের জন্য ‘সাজগোজ’ শুরু নেইমারের
ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছেন লিওনেল মেসি। টিওয়াইসি স্পোর্টসকে তিনি জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ।