বিশ্ব ফুটবলে আলোচিত দুটি নাম ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনই খেলা দিয়ে দীর্ঘদিন ধরে সমর্থক ও ফুটবলপ্রেমীদের মুগ্ধ করছেন। তবে এই দুই তারকা ফুটবলারকে মাঠ মাঠাতে দেখা যাবে না খুব বেশি দিন।
ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দিয়ে সিআর সেভেন খ্যাত রোনালদো রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ক্রীড়াবিশ্বে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সাক্ষাৎকারে নিজের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘শতভাগ নিশ্চিত অবসরে যাব। তবে পর্তুগাল বিশ্বকাপ জিতলে। ’
ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন রোনালদো। ফিটনেস-সচেতন হলেও সিআরসেভেনের পক্ষে আরেকটা বিশ্বকাপ খেলা যে প্রায় অসম্ভব ব্যাপার–এমনটা বলছেন অনেকেই। সতীর্থরাও সে কারণে কাতার বিশ্বকাপটা রোনালদোর জন্য খেলতে চান।
জনপ্রিয় ব্রডকাস্টার পিয়ার্স মরগ্যান অবসর নিয়ে জানতে চাইলে রোনালদো বলেন, ‘অন্তত আমার জন্য এটা একটি স্টুপিড প্রশ্ন। ধীরে ধীরে সবাই বুড়ো হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে এটা ঠিক যে, আমি ২০ বছর বয়সেও যেমন ছিলাম এখন আর তেমন নেই। কিন্তু আমি নিজেকে মানিয়ে নিয়েছি। নিজের শক্তিমত্তা সম্পর্কেও বেশ ভালো জানি। এখনও আন্তর্জাতিক লেভেলে ফুটবল খেলছি। গোল করছি, করতে চাই। না হলে খেলা ছেড়ে দেব।
বিশ্বকাপের পর অবসরের ঘোষণা আসবে কি না–এমন প্রশ্নে রোনালদো বলেন, ‘আমি আরও দুই কিংবা তিন বছর খেলা চালিয়ে যেতে চাই। চল্লিশে (বয়স) গুডবাই বলতে চাই। ৪০ ভালো বয়স। তবে ভবিষ্যতে কী হবে সত্যিই জানি না। মাঝে মাঝে আপনি ভাববেন একটা আর হবে আরেকটা। জীবন এমনই। ’
এদিকে, লন্ডনভিত্তিক ক্রীড়াবিষয়ক একটি ওয়েবসাইটকে কাতার বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন রোনালদো। ২০১৬ সালের ইউরোজয়ী অধিনায়ক কাতার বিশ্বকাপের ফাইনাল প্রসঙ্গে বলেন, ‘ক্যাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে পর্তুগাল। সত্যি বলতে, এটা একটা স্বপ্নের মতো। ’