December 26, 2024, 3:40 pm

যেমন হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, November 20, 2022,
  • 21 Time View

হাতে একদম সময় নেই, সবাই ছুটছে কাতারের আল বাইত স্টেডিয়ামের উদ্দেশ্যে। আসন সংখ্যা ৬০ হাজার। কাজেই সময় থাকতেই টিকিট সংগ্রহ করা চায়। সেই সাথে ঠিক সময় মাঠে পৌছা চায়, নয়তো মিস হয়ে যাবে ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

 

আয়োজনে কোথাও এতটুকু খামতি রাখেনি আয়োজক দেশ কাতার। উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে দেশটির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। যেখানে কাতারের স্থানীয় সঙ্গীত শিল্পীদের সাথে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সব তারকারাও।

উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার শিল্পী লিল ববি গাইবেন এবারের বিশ্বকাপের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’। আর থিম সং-এর সঙ্গে নাচবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা। তাদের সঙ্গে থাকবে নোরা ফাতেহির উপস্থিতিও।

এছাড়া জনপ্রিয় ব্যান্ড বিটিএসও গান গাইবে এই অনুষ্ঠানে। ব্যান্ডটির সদস্য জাংকুক ‘ড্রিমার্স’ গানটি গাইবেন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে। এছাড়াও ‘ব্ল্যাক আইড পিস’ ও রবি উইলিয়ামস গান গাইবেন এই আসরে।

এই অনুষ্ঠানে গান গাওয়ার গুঞ্জনও ছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরারও। তবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীদের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এই আসরে। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট লা’ইবকেও উপস্থিত করা হবে। তারপর আতশবাজি জ্বালিয়ে ইতি টানা হবে এই অনুষ্ঠানের।

বাংলাদেশ সময় রাত আটটায় পর্দা উঠবে বিশ্বকাপের। গাজী টিভি, টি স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে জমকালো এই অনুষ্ঠান। আসরের প্রথম ম্যাচ কাতার বনাম ইকুয়েডর লড়াইয়ের প্রাক্কালে হবে অনুষ্ঠানটি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নোরা ফাতেহি, আমেরিকান ব্যান্ড ‘ব্ল্যাক আইড পিস’, রবি উইলিয়ামসদেরও দেখা মিলতে পারে মঞ্চে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71