বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে মেক্সিকো-পোল্যান্ড। যেখানে জয় চায় দু’দলই। তবে রবার্ট লেভান্ডোভস্কি এগিয়ে রাখছে তার দল পোল্যান্ডকে। বিশ্বকাপে এখন পর্যন্ত গোল না পাওয়া লেভা আক্ষেপ ঘোচাতে চান মেক্সিকোর বিপক্ষেই।
বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফরোয়ার্ড লেভান্ডোভস্কি। বায়ার্ন মিউনিখের গোলমেশিন বর্তমানে খেলছেন বার্সার হয়ে। সেখানেও উজ্বল তিনি। ক্লাব ফুটবলে গোলের মালা গেঁথে নতুন নতুন কীর্তি গড়ছেন তিনি প্রতিনিয়ত। পোল্যান্ড জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলের রেকর্ড তার দখলে।
কিন্তু বিশ্বকাপের মহামঞ্চে একটিও গোল করতে না পারার অতৃপ্তি এখনো রয়ে গেছে লেভানদোস্কির। এই আক্ষেপ মেটানোর সংকল্প নিয়ে কাতারে এসেছেন বার্সেলোনা তারকা, ‘এই স্বপ্ন পূরণে সম্ভব সব কিছু করব আমি। আশা করি, এই বিশ্বকাপে গোলটা পেয়ে যাব। ’
এই স্বপ্ন পূরণে লেভানদোস্কিকে আজ ভাঙতে হবে গুইলেরমো ওচোয়া নামের প্রাচীরকে। ৩৭ বছর বয়সেও যিনি মেক্সিকোর গোলবারের নিচে পরম নির্ভরতার নাম। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটা তার পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালে সুযোগ পেয়েই চিনিয়েছেন নিজের জাত। তার দৃঢ়তায় সেবার ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মেক্সিকো। চার বছর পর রাশিয়ায় চার ম্যাচে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২৫টি সেভ। এই ওচোয়া-প্রাচীর ভাঙতে না পারলে মেক্সিকোর বিপক্ষে জিততে না পারার অপেক্ষা হয়তো আরো দীর্ঘ হবে পোল্যান্ডের।
মুখোমুখি লড়াইয়ে সমান তিনটি করে জয় মেক্সিকো ও পোল্যান্ডের। তবে সর্বশেষ পাঁচ ম্যাচে একটিও জয় নেই পোল্যান্ডের। এই পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। ব্যর্থতার ধারা ভাঙতে পোলিশদের তুরুপের তাস লেভান্ডোভস্কি। জয়ের জন্যই তারা মাঠে নামবেন বলে জানিয়েছেন লেভা, ‘আমাদের জন্য ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি মেক্সিকো খুব ভালো ফুটবল খেলে। আমরা জয়ের জন্য লড়াই করব। এবং জিততে সর্বোচ্চ চেষ্টাই করব আমরা। ’
সর্বশেষ আট বিশ্বকাপে সাতবার মেক্সিকো বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্দো মার্তিনোর হাত ধরে এবার আরেক ধাপ এগিয়ে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলতে চায়’ ৮৬-র আয়োজকরা। অন্যদিকে মেক্সিকোর ওই আসরের পর আর প্রথম পর্ব পেরোতে পারেনি পোলিশরা।
নিজেদের সর্বশেষ তিন আসরে তাদের বিদায়ঘণ্টা বাজে প্রথম রাউন্ডে। গ্রুপ পর্ব পেরিয়ে কাতারে গল্পটা নতুনভাবে লেখাতে চান লেভানদোস্কিরা। ওই স্বপ্ন পূরণে মেক্সিকোর বিপক্ষে জয়টা খুব দরকার পোল্যান্ডের। পরের রাউন্ডে যেতে মেক্সিকোর কাছেও ম্যাচটা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে জমজমাট এক লড়াইয়ের প্রহর গুনছে ফুটবলপ্রেমীরা।