বিশ্বকাপ শুরুর মাত্র দুইদিন আগে প্রকাশ্যে অ্যালকোহল বিক্রির সিদ্ধান্ত থেকে সরে এসেছে কাতার। এতে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে ফিফার সাথে চুক্তিতে থাকা অ্যালকোহল প্রস্তুত কারক প্রতিষ্ঠান বুডওয়েজার। আর্থিক লস থেকে বাঁচতে ফিফার কাছে ৪৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে বুডওয়েজার।
১৯৮৬ সাল থেকেই নিয়মিত বিশ্বকাপে বিয়ার স্পন্সর করে আসছে প্রতিষ্ঠানটি।
টুর্নামেন্টে একচেটিয়া ব্যবসা করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে প্রতিষ্ঠানটি। তবে চলতি বিশ্বকাপের আয়োজক মধ্য প্রাচ্যের ধর্মীয় প্রধান দেশ কাতার হওয়ায় বেশ বিড়ম্বনায় পড়েছে প্রতিষ্ঠানটি। তবে এর আগে বিভিন্ন সময় বিয়ার সরবরাহে কোনো নিষেধ না দেওয়া হলেও শেষ সময়ে এসে প্রকাশ্যে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।
তবে চুক্তি অনুযায়ী টুর্নামেন্টে অফিসিয়ালি বিয়ার সরবরাহ করার কথা ছিল বুডওয়েজারের। টুর্নামেন্টের জন্য ৭৫ মিলিয়ন ডলার খরচ করেছে অ্যালকোহল প্রস্তুত কারক প্রতিষ্ঠানটি। এছাড়াও আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের জন্য ১১২ মিলিয়ন ডলারের চুক্তি সেরে রেখেছে তারা।
তবে কাতারের কঠোর বিধিনিষেধের কারণে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল ও বিলাসবহুল হোটেল ছাড়া অন্য কোথাও অ্যালকোহল বিক্রির অ্যাক্সেস নেই প্রতিষ্ঠানটির। যেসব হোটেল রেস্তোরাঁ এবং বারগুলিতে অ্যালকোহলের লাইসেন্স আছে কেবল তারাই অনুমতি পাচ্ছেন অ্যালকোহল বিক্রির। এছাড়াও প্রকাশ্যে মদ্য পানে শাস্তির বিধান থাকায় অ্যালকোহল পানেও ভীত কাতারে ফুটবল দেখতে আসা সমর্থকরা। যার ফলে বিরাট লসের সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।
এ দিকে কাতারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যা চরম হতাশ করেছে মদ্য পানের অপেক্ষায় থাকা অনুরাগীদের। কদিন আগে তিনি জানান, ‘যদি এটি আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় তবে আমি সেই চুক্তিতে স্বাক্ষর করব। তবে ভক্তরা বিয়ার ছাড়াই বেঁচে থাকবে। ’
সূত্র: ফক্স নিউজ