অঘটনের শিকার হয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। কাতারে নামার আগে দলটি যেখানে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল, সেখানে গতকাল মঙ্গলবার পুঁচকে সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরে যায় লিওনেল মেসির দল। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার এ হার শুধু অপ্রত্যাশিত নয়, রীতিমতো বিস্ময় জাগানিয়া। অনেকের কাছে বিশ্বকাপের সেরা আপসেট।
যার অধীনে সৌদি আরব এই অঘটন ঘটিয়েছে তিনি হার্ভ রেনার্ড। আর্জেন্টিনাকে হারিয়ে চারদিক থেকে প্রশংসা পেলেও এই কোচ বলছেন, বিশ্বকাপটা শেষ পর্যন্ত জিতবে আর্জেন্টিনাই। প্রথম ম্যাচে হারের পর যেখানে মেসিদের পরের রাউন্ডে ওঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, সেখানে রেনার্ড বিশ্বকাপ শিরোপা দেখছেন আর্জেন্টাইনদের হাতে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে রেনার্ড বলেছেন, ‘আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, বিশ্বকাপটাও জিতে যাবেন মেসিরা। ’
শুধু সৌদি কোচ কেন, ম্যাচ শেষে গতকাল সমর্থকদের আশা বাণী শুনিয়েছেন অধিনায়ক লিওনেল মেসিও। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না। ’
এদিকে, সৌদির বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পেছনে রেনার্ড আকাশের দিকে আঙুল তুলে বলেন, ‘তারারা আমাদের পক্ষে কাজ করেছিল। ’ সেই তারারা কি আর্জেন্টিনাকে বিপদের সময়ে সঙ্গ দেবে? এই প্রশ্নের জবাবে নিঃসন্দেহ হয়েই রেনার্ড বললেন, ‘দেখুন, তারা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন, তাদের দলে ভালো খেলোয়াড় আছে। (সৌদির বিপক্ষে যা হয়েছে) এমনটা ফুটবলে ঘটেই থাকে মাঝেমধ্যে। ’