বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিশ্বকাপ জয়ের মিশনে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গ্রুপ জি-এর আরেক দল সার্বিয়া।
হেক্সা জয়ের মিশনে কাতারে পা রেখেছে ব্রাজিল।
ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান শীর্ষে। দলে তারকা ফুটবলারদের ছড়াছড়ি। তবে, চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন মাথায় রাখতে হচ্ছে ব্রাজিলকেও। অন্যদিকে লক্ষ্যটা হেক্সা জয় হওয়ায় কোনো ভুল করতে চায় না ব্রাজিল। প্রতিপক্ষ দুর্বল হলেও সর্তক ব্রাজিল।
গত বিশ্বকাপেও ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছে সার্বিয়া। ব্রাজিলের বিপক্ষে তাই রক্ষণাত্মক কৌশলেই মাঠে নামবে সার্বিয়া। তবে সেই রক্ষা প্রাচীর বেধ করতে একঝাঁক বিশ্বখ্যাত তারকা স্ট্রাইকার রয়েছে ব্রাজিলেরও। একাদশে চার ফরোয়ার্ড খেলানোর সম্ভাবনা বেশি সেলেসাওদের কোচ তিতের।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসা রাফিনিয়াও বললেন, ‘আক্রমণই হবে তাদের শেষ কথা, ‘ডিএনএ’র কারণেই আমরা আক্রমণাত্মক দল। আক্রমণভাগে যত বেশি খেলোয়াড় থাকে, ততই ভালো। ’
ইউরোপিয়ান আসরের কৃতিত্ব এখন বৈশ্বিক সর্বোচ্চ মঞ্চে প্রমাণ করাই স্টোকোভিচের সামনে মূল চ্যালেঞ্জ। এর আগে কখনই ব্রাজিলের মত টুর্নামেন্টের হট ফেভারিট দলের বিপক্ষে বিশ্বকাপ শুরু করেনি সার্বিয়া। যে কারণে ম্যাচের আগে মানসিক ভাবে চাঙ্গা থাকাটাও দলের জন্য এই মুহূর্তে খুবই জরুরী।
সব মিলিয়ে বিশ্বকাপে শেষ ৯টি ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছে সার্বিয়া। ইউরোপের কোন দেশ হিসেবে এটাই সর্বোচ্চ পরাজয়। এবারের বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে আট পরাজয়ে একমাত্র অস্ট্রেলিয়া তাদের থেকে এগিয়ে আছে।
১৯৯৮ আসরের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনো হারেনি ব্রাজিল। এই পর্যায়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত তারা। বিপরীতে বিশ্বকাপে শেষ নয় ম্যাচের সাতটিতেই হেরেছে সার্বিয়া। শতভাগ ফিট না হওয়ায় আজ শুরুর একাদশে হয়তো দেখা যাবে না সার্বিয়ার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আলেকসান্দার মিত্রোভিচকে। যা ম্যাচের আগে দুশ্চিন্তার কারণ সার্বিয়ার। তাই রক্ষণজুড়ে বাড়তি পাহারা থাকছে নিশ্চিতভাবেই। তবে রক্ষণ সামলাতে না পারলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডদের সামলানো কঠিন হবে সার্বিয়ার জন্য। সেক্ষেত্রে গোল বন্যা হওয়ার সম্ভাবনাই বেশি।