বিশ্বকাপে খেলতে নামবেন আর নেইমার চুলে নতুন ছাঁট দিবেন না, এ যেন হওয়ার নয়। ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে নেইমার আলোচিত ছিলেন তার বাহারি সব চুলের ছাঁটের জন্য। রাশিয়া বিশ্বকাপে তো চারবার চুলের আকৃতিতে বদল আনেন তিনি। এ নিয়ে কত আলোচনা-সমালোচনা হয়েছিল বিস্তর।
তবে নেইমার বদলাননি। কাতারেও নতুন ছাঁটে দেখা যাবে তাকে।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এ ম্যাচেই নতুন রূপে ধরা দিবেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, তুরিনে বিশ্বকাপের ক্যাম্প শেষে কাতারের বিমান ধরার আগে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। কিন্তু এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই ছাঁটে যেন পুরোপুরি সন্তুষ্ট নন। তাই বিশ্বকাপে মাঠে নামার আগে বুধবার আবারও চুলে নতুন ছাঁট দেন তিনি।
নেইমারের এই নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট দেইলসন দস রেইস। নারিকো নামে তিনি বেশ পরিচিত। নেইমারের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, ‘আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে (ব্রাজিলের) প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হউন। ’
নারিকোকে নিয়ে কাতারে গিয়েছেন নেইমার। সবশেষ ২০১৮ বিশ্বকাপেও নারিকোকে নিজের সঙ্গে রাশিয়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। নিজস্ব নরসুন্দরকে কাছে পেয়ে সেবার চারবার চুলের আকৃতিতে পরিবর্তন এনেছিলেন নেইমার। দেখা যাক, এবার কতবার চুলে বাহারি ছাঁট দেন তিনি।