রেকর্ড আর রোনালদো, শব্দ দুটি যেন একে অপরের পরিপূরক। ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনালদো এখন অনেকের কাছে বুড়ো, অচল। কিন্তু রোনালদো কোন ধাতুতে গড়া পুরো বিশ্ব আজ আরও একবার দেখল। কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে খেলতে নেমেই ইতিহাস গড়লেন রোনালদো।
সেটা প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার।
বৃহস্পতিবার কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচে প্রথমার্ধে ঘানার বিপক্ষে কোনো গোল পায়নি পর্তুগাল। রোনালদো ৩১ মিনিটে বল জালে জড়িয়েছিলেন বটে, তবে তার গোলটি ফাউলের অভিযোগে বাতিল করা হয়। সেই রোনালদোই পর্তুগালকে ৬৫ মিনিটে এনে দেন লিড। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পথে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
ফুটবলের রাজা পেলে কিংবা ফুটবল ইশ্বর ডিয়েগো ম্যারাডোনারও নেই পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড। তারা তো পাঁচ বিশ্বকাপ খেলেনওনি। রোনালদো বুধবার ঘানার বিপক্ষে খেলতে নেমেই গড়েন ইতিহাস। পঞ্চম ফুটবলার হিসেবে রেকর্ড গড়েন পাঁচ বিশ্বকাপে মাঠে নামার।
এমন মাইলফলকের দিন একমাত্র ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়লেন তিনি। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপেও পর্তুগালের হয়ে গোল করেন সিআরসেভেন।