কঠিন সমীকরণ মেলাতে আজ রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। যেখানে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য লিওনেল স্কালোনির দলের। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ফেললেও স্কালোনির দলে দেখা যায়নি রোমা তারকা পাওলো দিবালাকে। ফলে প্রশ্ন উঠেছে গ্রুপের শেষ ম্যাচে স্কালোনির দলে সুযোগ হবে তো দিবালার?
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচটি।
যেখানে ড্র’করলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। তাই আর্জেন্টিনাকে রুখে দেওয়ায় লক্ষ্য পোল্যান্ডের।
বিশ্বকাপ যাত্রায় প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচে জায়গা হয়নি দিবালার। তবে পরের ম্যাচে দিবালাকে দেখা যাবে স্কোয়াডে আশা করেছিলেন দিবালা ভক্তরা। তবে মেক্সিকোর বিপক্ষেও সুযোগ হয়নি তার। তবে এদিন মেসি ঝলকে ঘুরে দাঁড়িয়ে ২-০গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে সুযোগ পাবে কিনা দিবালা প্রশ্ন ছিল কোচ স্কালোনির কাছে।
উত্তরে স্কালোনি বলেন, ‘আমি একটা টেকনিক্যাল সিদ্ধান্ত নিয়েছিলাম বলে সে এখন পর্যন্ত খেলেনি। তাকে পরের ম্যাচে খেলানো যায় কিনা আমরা দেখব। ’
এর আগে চোট শঙ্কায় বিশ্বকাপে সুযোগ হবে কিনা দিবালার সেটি নিয়েও প্রশ্ন ছিল। তবে শেষ পর্যন্ত স্কালোনির ২৬ সদস্যের দলে সুযোগ হয় তার। এখন পর্যন্ত মাঠে নামানো হয়নি তাকে। ফলে চোট পুরোপুরি সেরেছে কিনা দিবালার প্রশ্ন ছিল সেটি নিয়ে।
উত্তরে দিবালার সুস্থ থাকার কথায় জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, দিবালা ঠিক বোধ করছে। অবশ্যই তার অন্য সতীর্থদের মতো সেও খেলতে চায়। তাকে মাঠে নামানোর ব্যাপারে আমরা ভাবছি।