লিওনেল মেসির সঙ্গে বাজিতে হারলেও তাকে পাওনা টাকা দেবেন না বলে জানিয়েছেন পোল্যান্ডের গোলরক্ষক ওয়েচেক সেজনি। গতকাল আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ চলাকালীন পেনাল্টি নিয়ে মেসির সঙ্গে বাজি ধরেন সেজনি। রেফারি ভিএআর-এর সহায়তা নিতে যাওয়ার পর শেজনি মেসিকে বলেন, রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে তিনি আর্জেন্টাইন অধিনায়ককে ১০০ ইউরো দেবেন।
সেজনির কপাল খারাপ, রেফারি ভিএআর দেখে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেন।
যদিও মেসি স্পটকিক থেকে পারেননি গোল করতে। গোল করতে না পারলে কি হবে? মেসির কাছে তো বাজিতে হেরেছেন। তো সেই টাকা কবে দেবেন? গতকাল ম্যাচের পর সেজনির কাছে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেসির সঙ্গে তো বাজিতে হেরে গেছি। জানি না বিশ্বকাপে এসব বৈধ কি না। তারা (ফিফা) হয়তো আমাকে শাস্তিও দিতে পারে। তবে এটা নিয়ে ভাবছি না। আমি মেসিকে টাকাটা দেব না। আমার মনে হয় না সে ১০০ ইউরোর জন্য দুশ্চিন্তা করবে। তার পর্যাপ্ত টাকাপয়সা আছে। ’
‘সি’ গ্রুপের শেষ ম্যাচে গতকাল ৩৯তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বল সেভ করতে গিয়ে সেজনি বাঁ হাত মেসির মুখে আঘাত করে। রেফারি ড্যানি ম্যাকেলি শুরুতে পাত্তা না দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) জানিয়ে দেয় এটি পেনাল্টি। এরপর ম্যাচ শেষে সেজনি জানান, পেনাল্টির সিদ্ধান্ত নিতে রেফারি ম্যাকেলি যখন মাঠের পাশে মনিটরে ঘটনাটির ভিডিও রিপ্লে দেখছিলেন, তখনই মেসির সঙ্গে বাজি ধরেন তিনি।
নরওয়ের একটি টিভি চ্যানেলকে ম্যাচ শেষে বিষয়টি জানান সেজজি। পোলিশ গোলকিপার বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তের আগে তার সঙ্গে কথা হয়। বলেছি, রেফারি এটি পেনাল্টি দিলে তোমাকে ১০০ ইউরো দেব।