১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মেক্সিকোর। গ্রুপপর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় বিশ্বকাপ যাত্রার ইতি টানতে হয়েছে টাটা মার্টিনোর দলকে। দলের এমন বিদায়ে মার্টিনো নিজেও সরে দাঁড়িয়েছেন মেক্সিকোর প্রধান কোচের দায়িত্ব থেকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেক্সিকোর বিদায়ের দায়ভার কাঁধে নিয়ে মার্টিনো বলেন, ‘আমাদের এই ব্যর্থতা ও হতাশার জন্য প্রথমত আমি দায়ী।
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে এটি আমাকে অনেক দুঃখ দিয়েছে, এই ব্যর্থতার জন্য আমি সম্পূর্ণ দায়ী। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গেছে এবং আর বেশি কিছু করার নেই। ’
মার্টিনো, এর আগে তার জন্মভূমি আর্জেন্টিনা দলের কোচ ছিলেন। ২০১৯ সালে এমএলএস কাপে তার নেতৃত্বে সাফল্যের মুখ দেখে আটলান্টা ইউনাইটেড। এরপর তাকে বসানো হয় মেক্সিকোর কোচের দায়িত্বে। তবে এরপর থেকেই সময়টা ভালো কাটছিল না তার।
কাতার বিশ্বকাপের বাছাইপর্বে কোনো রকমে পেরিয়েছিল মেক্সিকো। হারতে হয়েছে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। ফলে বিশ্বকাপ শুরুর আগে কঠোর সমালোচনা সহ্য করতে হয়েছে তার। তবে এবার আর সমালোচনার মধ্যে পড়তে চাননি তিনি। তার আগেই বিদায় বলে দিয়েছেন।