বিশ্বকাপ শেষের পথে। বাকি আর মাত্র ৪টি ম্যাচ। কাতার বিশ্বকাপের মধ্যে দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি খেলে ফেলেছেন ৫টি বিশ্বকাপ। বয়সটা ৩৫ পেরিয়ে যেতে শুরু হওয়ায় বিশ্বকাপের আগেই জানা গিয়েছিল এটিই তার শেষ বিশ্বকাপ।
সেই শেষের শুরুটা কাতার বিশ্বকাপে করলেন মেসি। এখন প্রশ্ন কাতারেই কি অবসর নিবেন মেসি। নাকি জাতীয় দলের হয়ে আরও কিছুদিন মাঠে দেখা যাবে তাকে। এসব নিয়ে কথা বলেছেন দলটির কোচ স্কালোনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। এ ম্যাচ জয়ে স্বপ্নের ফাইনালে পা রাখতে মরিয়া মেসির দল। এরপর মেসির বিদায় বেলায় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে রাঙাতে চায় শেষটা। তারপর কী হবে। মেসিকে কি আর কখনো দেখা যাবে জাতীয় দলের জার্সিতে, প্রশ্ন ছিল স্কালোনির কাছে।
উত্তরে স্কালোনি বলেন, ‘দেখুন, আমরা কিন্তু মেসিকে খেলতে দেখতেই চাই। দেখা যাক ও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যায় কি না। মেসি নিজের খেলা উপভোগ করতে পারছে কি না এটিই আসল ব্যাপার। আমাদের সঙ্গে গোটা ফুটবল বিশ্ব ওকে খেলতে দেখতে চায়।
সব কিছুরই একদিন ইতি টানতে হয়। মরে যেতে হয় নক্ষত্রেরও। তবে যুগে যুগে জন্ম নেওয়া কিংবদন্তিরা স্বাক্ষর রেখে যান তাদের বিদায়ের। বহু কাল পরেও গৌরবের সাথে সেই নাম উচ্চারিত হয়। মেসিও তেমনি। হয়তো একদিন তিনিও অবসরে যাবেন। তবে বিশ্বের কোটি ভক্তের হৃদয়জুড়ে যেই মেসির বাস; তার কি কখনো অবসর হয়?