লিওনেল মেসির সাথে দারুণ বোঝাপড়ায় দলকে উদযাপনে ভাসাচ্ছেন আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজ। গোল করে দলের জয়ে ভূমিকা রাখছেন ২২ বছর বয়সী এই তরুণ। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেয়েছেন জোড়া গোলের দেখা। আর তাতেই টুর্নামেন্টে ৪ গোল যুক্ত হয়েছে তার নামের পাশে।
যা চোখ রাঙাচ্ছে ৫ গোল দিয়ে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে থাকা এমবাপ্পে ও মেসিকেও।
কাতার বিশ্বকাপে বেশ জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। যেখানে সবার উপরে অবস্থান এমবাপ্পে ও মেসির। ৪ ম্যাচে ৫ গোল দিয়ে এমবাপ্পে রয়েছেন সবার উপরে। দুই ম্যাচ বেশি খেলে মেসির গোল সংখ্যা এমবাপ্পের সমান। পরের অবস্থানে আছেন এমবাপ্পের সতীর্থ অলিভিয়ার জিরু। চতুর্থ অবস্থানে রয়েছেন সিটি তারকা আলভারেজ। এ দুই জনের গোল সংখ্যা ৪।
এখনও দুটি ম্যাচ বাকি আছে এমবাপ্পে ও জিরুর। শেষ দুই ম্যাচে তাদের দিকে তাকিয়ে দল। কেননা এ দুই তারকার পায়ে ভর করেই শিরোপার পথে হাঁটছে ফরাসিরা। শেষ দুই ম্যাচে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবাইকে ছাড়িয়ে যেতে চাইবেন তারা।
কম যান না মেসি ও আলভারেজ। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে দুর্বার গতিতে দলকে শিরোপার দিকে টেনে নিচ্ছেন মেসি। এ পথে তাকে সঙ্গ দিচ্ছে আলভারেজ। মেসির দেখানো পথেই হাঁটছেন এই তরুণ। মেসি সুযোগ তৈরি করে দিচ্ছেন গোল করার। লুফে নিতে ভুল করছেন না আলভারেজও। দারুণ ফিনিশিংয়ে দলকে এনে দিচ্ছেন উদযাপনের মুহূর্ত।
শেষ ম্যাচেও তার দিকে তাকিয়ে পুরো দল। এখন দেখার পালা শেষ ম্যাচে নাটকীয় কিছু করে গোল্ডেন বুট দখল করে নিতে পারেন কি না তিনি। তবে মেসিও নিজের করে পেতে চাইবেন এটি। সেই সাথে জিততে চাইবেন অধরা বিশ্বকাপ ট্রফি।