December 24, 2024, 2:47 am

‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই’।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, December 19, 2022,
  • 27 Time View

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ। রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘টেকনিক্যাল টিম ও খেলোয়াড়দের আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের উদাহরণ যে, কোন পরিস্থিতিতেই আমাদের হাল ছাড়া উচিত নয়। আমাদের সেরা মানুষ রয়েছে; রয়েছে একটি উজ্জ্বল ভবিষ্যৎ।

 

পৃথক এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা একসাথে, আমরা একত্রিত। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আর কোনো কথা নেই। ‘ টুইটারে মেসিদের একটি ছবিও শেয়ার করছেন তিনি। বিশ্বকাপ উঁচিয়ে ধরে আছেন লিওনেল মেসি ও তাকে ঘিরে আছেন তার সতীর্থরা।

এর আগে শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় খেলা শেষ হয়। টাইব্রেকারে মার্তিনেজ নৈপুন্যতায় ৪-২ গোলে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71