আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তরুণ তারকা এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে বেনফিকাকে একের পর এক লোভনীয় প্রস্তাব দিয়ে চলেছে চেলসি। তবে এবার যে প্রস্তাব দিয়েছে তাতে চোখ কপালে উঠতে পারে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এনজোকে পেতে বেনফিকাকে ৮৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড তথা ১ হাজার ৩২ কোটি টাকা এবং তিনজন ফুটবলার দিতে চেয়েছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি মৌসুমের প্রথমার্ধটা মোটেও ভালো যায়নি চেলসির।
তবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে লীগ শেষ করতে চায় তারা। লক্ষ্য একটাই, যেকোনোভাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলা।
সেই উদ্দেশে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়াতে চাচ্ছে চেলসি। এ তালিকায় প্রথমে রয়েছেন এনজো।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিশ্বকাপ হিরোকে পেতে বেনফিকাকে তিনজন ফুটবলার দিতে চাচ্ছে চেলসি। এজন্য হাকিম জিয়াচকে পুরোপুরি এবং ডেভিড দাত্রো ফোফানা ও আন্দ্রে সান্তোসকে ঋণে পর্তুগিজ ক্লাবকে দিতে রাজি ব্লুজরা। তবে এনজোকে ছাড়তে চাচ্ছে না বেনফিকা বলে গুঞ্জন ছড়িয়েছে। এতে নিজেদের অসম্মান হবে বলেন মনে করছে ক্লাবটি।
নিঃসন্দেহে ২০২২ কাতার বিশ্বকাপের অসাধারণ আবিষ্কার এনজো ফার্নান্দেজ। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার সোনালি ট্রফি জয়ের অন্যতম কারিগর তিনি। বৈশ্বিক টুর্নামেন্টে চোখধাঁধানো পারফরম করে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আলবিসেলেস্তে তুরুপের তাস।