২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ১৪ জনের তালিকায় অবধারিতভাবেই প্রথম দুই নাম লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে, তবে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মেসির ভূমিকা কতটা, তা বলে দেয় তার প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। ‘গোল্ডেন বল’ হাতে তোলা আর্জেন্টাইন অধিনায়ক সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ জয়েরও দাবিদার ছিলেন।
ফাইনালে হ্যাটট্রিক করে সেটি কেড়ে নেন ফ্রান্সের এমবাপে। মেসির সাত গোলের চেয়ে একটি গোল বেশি করেন ফরাসি ফরোয়ার্ড। ২০২২ সালের সার্বিক পারফরমেন্স বিচার-বিশ্লেষণ করে ‘ফিফা মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার’ পুরস্কারের জন্য ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা।