গেল প্রায় দেড় যুগ ফুটবল বিশ্ব দেখেছে মেসি-রোনালদোর দ্বৈরথ। ইউরোপে দুজন লড়তেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নেশায়। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি ইউরোপকে বিদায় বলেছেন। নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে।
রোনালদো রেকর্ড চুক্তিতে আল-নাসরে যোগ দেওয়ার পর গুঞ্জন ওঠে লিওনেল মেসিও নাকি যাচ্ছে সৌদি আরবে!
সৌদি লিগে আল-নাসরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলাল। খবর বেরোয়, সেই ক্লাব থেকেই মেসিকে দেওয়া হয়েছে প্রস্তাব। সেটাও রেকর্ড মূল্যে। রোনালদোকে আল-নাসর বছরে বেতন দেবে ২০ কোটি ইউরো। তবে আল-হিলাল নাকি মেসিকে বাৎসরিক ৩০ কোটি ইউরো দেওয়ার জন্য রাজি। তবে আপাতত এমন কোনো চুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গিলেম বালাগ।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি বর্তমানে আছেন ক্লাব পিএসজির সঙ্গেই। মাঠে ফিরে মেসি করেছেন গোলও। পিএসজিতে ছন্দে থাকা মেসির সঙ্গে ক্লাবটির চুক্তি শেষ হবে এই গ্রীষ্মেই। তবে বালাগের দাবি, পিএসজি তারকা এই মুহূর্তে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের দ্বারপ্রান্তে আছেন। পাশাাশি আল-হিলালও মেসিকে কোনো প্রস্তাব দেয়নি বলে মন্তব্য করেছেন বালাগ, ‘এখানে কোনো প্রস্তাব নেই (আল–হিলাল থেকে)। পিএসজি ও মেসি চুক্তি চূড়ান্ত করতে সামনের কয়েক সপ্তাহের মধ্য বৈঠকে বসবে। আর এই চুক্তি মেসিকে প্যারিসেই রাখবে। ’ ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন মেসি। লিগ ওয়ানের এই দলের হয়ে ৫৪ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন মেসি।
গত মাসে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। এবার তার সামনে চ্যালেঞ্জ, পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ার। আর মেসির চাওয়াও ইউরোপে খেলা। বালাগ বলেছেন, এই মুহূর্তে তার ইচ্ছা ইউরোপে থাকার। তিনি ব্যালন ডি’অর জেতার জন্য ফেবারিট। এখনো চ্যাম্পিয়নস লিগে খেলে যাচ্ছেন তিনি, বিশ্বকাপ জয়ের পর তার এখন বড় লক্ষ্য। তাই তাকে প্রস্তাব দেওয়ার কোনো মানে নেই। আর এমন কোনো প্রস্তাবের অস্তিত্বও নেই।
তবে গত ৪ জানুয়ারি ইতালির সংবাদমাধ্যম ‘ক্যালসিওমের্কাতো’ মেসির আল-হিলালে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল। ক্লাবটির সঙ্গে নাকি মেসির চূড়ান্ত আলাপ হয়ে গেছে। এরপর স্পেনের সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ও মেসির সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে একটি খবর প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, মেসিকে বছরে ৩০ কোটি ডলার পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিতে পারে আল-হিলাল।