December 31, 2024, 11:59 pm

পিতা-পুত্রকে খুন করে ট্রলার ছিনতাই গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
  • Update Time : Monday, July 6, 2020,
  • 213 Time View

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার কবাই এ নির্মমভাবে খুন হওয়া পিতা-পুত্রের তিন ঘাতককে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ট্রলারটি।

রোববার দুপুরে কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিন জন হলেন, বাদল হাওলাদার (৩২), সানি হাওলাদার (১৬) ও শাহিন খান (২২)। তাদের সকলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ কেরানীগঞ্জে তিনজন গ্রেপ্তার হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা খুনের সঙ্গে জড়িত কি-না তার খোঁজ-খবর নিচ্ছেন।

কেরানীগঞ্জ থানায় উপস্থিত অ্যাডভোকেট আল আমিন রিজভী জানান, গ্রেপ্তার ওই তিনজন ছিনতাই করা ট্রলারটি বিক্রির জন্য কেরানীগঞ্জ গিয়েছিল। ট্রলার ছিনতাইয়ের জন্য তারা পিতা-পুত্রকে খুন করার কথা স্বীকার করেছে।

তাদের বরিশালে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত ব্রিফিং করার কথা জানিয়েছে পুলিশের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71