পটুয়াখালীর গলাচিপায় দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোল উৎসব শুরু হয়।এদিন সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবে সামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন।এ উপলক্ষে গলাচিপা কালীবাড়ি আয়োজন করা হয়।
সেখানে অসংখ্য নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন।এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী ছবি রানী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবি দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসব পালন করেন।
সুমা রানী নামে এক ভক্ত বলেন, সাহাপাড়া রঙ খেলায় অংশ নিতে এসেছিলেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব অনুষ্ঠিত হয়।