দশমিনায় কলেজ পড়ুয়া যুবকের আত্মহত্যা
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৩নং বেতাগী ইউনিয়নের বড়গোপালদী গ্রামের পঞ্চায়েত বাড়ির বারেক পঞ্চায়েত এর ছেলে মোহাম্মদ হোসেন (১৯) গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার বড়গোপালদী গ্রামের নিজ বাড়ির একটি চাম্বুল গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেন, কিছুক্ষণ পর গ্রামের লোকজন তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
মোহাম্মদ হোসেন বড়গোপালদী গ্রামের বারেক পঞ্চায়েতের একটি মাএ ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে মোহাম্মদ হোসেন তার বাবার সাথে দশমিনা বাজারে এসে কিছুক্ষণ বাবার সাথে বাজারে থেকে আবার সন্ধায় একএে বাড়ি ফিরে যান, তার বাবা বারেক পঞ্চায়েত তাকে বাড়িতে রেখে বাড়ির মসজিদে মাগরিব এর নামাজ পরতে গেলে মোহাম্মদ হোসেন ঘর থেকে দড়ি নিয়ে গাছে উঠে আত্মহত্যা করেন, মোহাম্মদ হোসেন দশমিনা সরকারি এ.আর.টি কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে যানা যায় মোহাম্মদ হোসেন দীর্ঘদিন যাবত কিছুটা মানসিক সমস্যায় ভূকছিলেন এবং কিছুদিন পরপর সে এরকম
মৃত্যুর জন্য বাহানা করতেন।
এ বিষয়ে দশমিনা থানার ওসি (তদন্ত) ছালাম মোল্লা জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।