পটুয়াখালী দশমিনা উপজেলার দক্ষিণ আরজবেগী গ্রামের ঘরামী বাড়ির সামনে থেকে ৫০ পিস ইয়াবা সহ মোঃ নাসির ঘরামী (২৮) নামে এক যুবক কে আটক করে পটুয়াখালী ডিবি পুলিশ। সুএে যানা যায় দীর্ঘ দিন ধরেই মোঃ নাসির ঘরামী মরন ব্যাধি ট্যাবলেট এই ইয়াবা বিক্রি এবং সেবন করে আসছেন।গোপনসুএে গতকাল ১৯/১১/২০ বৃহস্পতিবার বিকাল থেকে পটুয়াখালীর ডিবি পুলিশের ৫ সদস্য এর একটি টিম ওই মোঃ নাসির ঘরামী কে টার্গেট করে অপারেশন চালিয়ে যান, পরে রাত ৮:০৩ ঘটিকার সময় তার নিজ বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ তাকে ধরতে সক্ষম হয়, পরে দশমিনা থানা পুলিশের কাছে তাকে সস্থান্তর করেন পটুয়াখালী ডিবি পুলিশের ৫ সদস্যার ওই দল টি..।