জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট, খুলনা পটুয়াখালী জেলায় স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করছে। স্বেচ্ছাসেবা কার্যক্রমের মধ্যে রয়েছে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও শীতবস্ত্র বিতরণ।
উক্ত স্বেচ্ছাসেবা কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করতে আজ পটুয়াখালী সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ জসীম উদ্দিন, জি আর্টিলারি, রেজিমেন্টে কমান্ডার, সদরদপ্তর, সুন্দরবন রেজিমেন্ট।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর স্বেচ্ছাসেবকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে জনগণকে সচেতন করার লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয় এবং লিফলেট ও শীতবস্ত্র বিতরণ করা হয়।